Monday, October 6, 2025
Latestরাজ্য​

Aniket Mahato : রায়গঞ্জ নয়, আরজি করেই পোস্টিং দিতে হবে জুনিয়র ডাক্তার অনিকেতকে, রাজ্যের নির্দেশ খারিজ আদালতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘পছন্দের জায়গায় যদি পোস্টিং না দেওয়া হয়, তবে কাউন্সেলিংয়ের মানে কী?’—এই প্রশ্নকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে সেই মামলার রায় ঘোষণা হয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অনিকেতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নয়, বরং আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে।

অনিকেত আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। যার ফলে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর পাশাপাশি আন্দোলনে নেতৃত্ব দেওয়া দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ারকেও রাজ্য স্বাস্থ্য দফতর পছন্দসই জায়গায় পোস্টিং দেয়নি। দেবাশিসকে পাঠানো হয়েছিল মালদহের গাজোলে, আসফাকুল্লাকে হুগলির আরামবাগে। সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছিল বিতর্ক।

জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, নিয়ম মেনে আগে থেকেই পছন্দের জায়গার তালিকা নেওয়া হয়েছিল। তাঁরা নিজেদের পছন্দ জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র তাঁদের তিন জনকেই সেই সুযোগ দেওয়া হয়নি। এ প্রসঙ্গে প্রশ্ন তোলা হয়, কাউন্সেলিংয়ের মাধ্যমে পছন্দ জানানো সত্ত্বেও যদি তা কার্যকর না হয়, তবে এই প্রক্রিয়ার প্রয়োজনই বা কী?

রাজ্য স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে দেবাশিস এবং আসফাকুল্লা গত মে মাসে হাইকোর্টে মামলা করেছিলেন। পরে অনিকেতও আদালতের দ্বারস্থ হন। অবশেষে বুধবার আদালত অনিকেতের পক্ষে রায় দেয়।

তবে রাজ্য সরকার এই রায়ে সন্তুষ্ট নয়। তারা ৭ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত রাখার আবেদন জানায়। কিন্তু বিচারপতি বসু সেই আবেদনও খারিজ করে দেন।