একদিন পাক অধিকৃত কাশ্মীর নিজে থেকেই বলবে, ‘আমরা ভারতের অংশ’: রাজনাথ সিং
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার বলেন, ভারত কোনও আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়েই পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নিয়ন্ত্রণ ফিরে পাবে। কারণ পাক-অধিকৃত কাশ্মীরের মানুষই বর্তমান পাকিস্তানের শাসন থেকে স্বাধীনতা দাবি করে আসছে।
মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সাথে আলাপকালে রাজনাথ সিং বলেন, “পাক অধিকৃত কাশ্মীর আমাদের হবে। পাক অধিকৃত কাশ্মীর থেকে দাবি তোলা শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন।”
৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একই দাবি করেছিলেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় এক অনুষ্ঠানে আমি ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলাম, তখন আমি বলেছিলাম, আমাদের পিওকে আক্রমণ করে দখল করার দরকার হবে না, এটি যেভাবেই হোক আমাদের। পিওকে নিজেই বলবে, ‘আমরা ভারতের অংশ’। সেই দিন আসবে।’
উল্লেখ্য, ৭ মে অপারেশন সিদুরের সময় ভারত সরকার পাক অধিকৃত কাশ্মীর দখলের ‘সুযোগ হাতছাড়া করেছে’ বলে অনেকেই মন্তব্য করছেন। এর মধ্যে রাজনাথ সিংয়ের এই মন্তব্য। অনেকেই বলছেন, অপারেশন সিদুরে একাধিক পাকিস্তানি বিমান ভূপাতিত এবং পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করার পর ভারত ‘যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। তাদের দাবি, পাকিস্তান-অধিকৃত অঞ্চল দখলের সুযোগ ছিল তখন।
প্রতিরক্ষামন্ত্রী ২ দিনের মরক্কো সফরে গিয়েছেন। সেখানে তিনি বেরেচিডে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের হুইল্ড আর্মার্ড প্ল্যাটফর্ম (WhAP) 8×8 এর জন্য নতুন প্লান্ট উদ্বোধন করবেন। এটি হবে আফ্রিকার প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কারখানা।
এটি কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথম মরক্কো সফর। রাজনাথ সিংয়ের সফরকালে ভারত ও মরক্কোর মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।