Swasth Nari, Sashakt Parivar Abhiyaan : স্বস্থ নারী সশক্ত পরিবার অভিযানের জন্য ৩ লাখ স্বাস্থ্য শিবির, ৭৬ লাখ মানুষ নাম নথিভুক্ত করেছেন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে প্রায় ২ লাখ ৮৩ হাজার স্বাস্থ্য শিবির গড়ে তোলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই ৭৬ লাখের বেশি নাগরিক এই অভিযানে নাম নথিভুক্ত করেছেন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দেশের সব রকম স্বাস্থ্য পরিষেবা থেকে উপকৃত হবেন তাঁরা।
গত ১৭ সেপ্টেম্বর ৭৫ তম জন্মদিনে মোদী ‘স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান’ প্রকল্পের শুভসূচনা করেন। এই প্রকল্পের লক্ষ্য মহিলা, কিশোরী ও শিশুকন্যাদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা।
মোদী জানিয়েছেন, ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক পোষণ (পুষ্টি), ফিটনেস ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই প্রকল্প কার্যকরী ভূমিকা রাখবে। এর আওতায় নারী-কেন্দ্রিক প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
এই প্রকল্পে অ-সংক্রামক অসুখ, অ্যানিমিয়া এবং যক্ষ্মার মতো অসুখের দ্রুত নির্ণয় ও নিরাময়ের পাশাপাশি মাতৃত্ব, শিশু ও নাবালিকাদের স্বাস্থ্য বিষয়ক তত্ত্বাবধানের মতো বিষয়গুলোর দিকে নজর রাখা হবে।