Monday, October 6, 2025
Latestরাজ্য​

গুলশন কলোনিতে তাণ্ডব, দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত ‘মিনি ফিরোজ’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নিউ দিল্লি রেল স্টেশনের আজমেরি গেট এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মিনি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। দীর্ঘদিন ধরেই তার খোঁজে কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। গ্রেফতারের পর তাকে কলকাতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর আনন্দপুরের গুলশন কলোনিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ওঠে, সংঘর্ষের সময় একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছিল। সেই ঘটনায় আগে চারজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত মিনি ফিরোজ অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।

এরই মধ্যে দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁকে প্রশ্ন করা হয় গুলশন কলোনির তাণ্ডব ও একবালপুরে যুবক খুনের ঘটনায় অভিযুক্তদের ধরা না পড়া নিয়ে। সেদিন তিনি জানিয়েছিলেন, “দুটো ঘটনার তদন্ত চলছে। খুব শিগগিরই ফল মিলবে। ক্রিমিনাল যত বড়ই হোক, গ্রেফতার হবেই।”

পুলিশ কমিশনারের সেই মন্তব্যের দু’দিনের মাথায়ই কলকাতা পুলিশ দিল্লি থেকে মিনি ফিরোজকে গ্রেফতার করলো।