দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ভোটে গেরুয়া ঝড়, বিরাট জয় পেল এবিভিপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৩ সালের পর আবারও ২০২৫। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফের একবার গেরুয়া ঝড়। বিপুল জয় পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সভাপতি, সম্পাদক এবং যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ তিনটি পদ নিজেদের দখলে রেখেছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন। কেবল সহ-সভাপতির পদটিই গেছে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) ঝুলিতে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। ৫০টি কলেজের প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী ভোট দেন। মোট বুথ ছিল ১৯৫টি, ভোটগ্রহণ হয়েছে ৫২টি কেন্দ্রে বসানো ৭১১টি ইভিএমে। চারটি প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২১ জন প্রার্থী। এর মধ্যে সভাপতির আসনের জন্য লড়াই হয় নয়জন প্রার্থীর মধ্যে।
ফলাফলে দেখা গেছে এবিভিপির একচ্ছত্র দাপট। সভাপতি পদে জয়ী হয়েছেন এবিভিপির আরিয়ান মান। সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুণাল চৌধরি এবং যুগ্ম-সম্পাদক পদে জয় পেয়েছেন দীপিকা ঝা। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনএসইউআই প্রার্থী রাহুল ঝানসলা।
রাজধানী দিল্লির এই ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ছাত্র ভোটের ফল প্রকাশের পর উল্লসিত বিজেপি শিবির। এক্স হ্যান্ডেলে এবিভিপির কর্মীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই জয়কে আগামী লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের জন্য বড়ো রাজনৈতিক বার্তা বলে মনে করা হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।