Wednesday, October 8, 2025
Latestদেশ

অসমের শিলচর থেকে গ্রেফতার ১১ জন রোহিঙ্গা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিলচরের তারাপুরের কালী মন্দির এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রোহিঙ্গারা হায়দ্রাবাদ থেকে শিলচরে এসেছিল। তারা কালিবাড়ি রোড এলাকায় থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছিল। তখন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। 

বাসিন্দারা বজরং দলের সদস্যদের খবর দেয়। এরপর তারাপুর থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ১১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে পুরুষ, মহিলা এবং বেশ কয়েকজন শিশুও রয়েছে। 

জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা রোহিঙ্গা। পুলিশ ঘটনার তদন্ত করছে। ধৃত রোহিঙ্গারা কীভাবে ভারতে প্রবেশ করেছিল। কে বা কারা তাদের সাহায্য করেছিল তা নিয়ে তদন্ত চলছে।