মাথার দাম ছিল ১ কোটি টাকা, ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম শীর্ষ মাওবাদী কমান্ডার-সহ ৩
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঝাড়খণ্ডে মাওবাদী দমনে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। সোমবার সকালে কোবরা ব্যাটেলিয়ান ও হাজারিবাগ পুলিশ যৌথভাবে পরিচালিত অভিযানে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন সহ দুই শীর্ষ মাওবাদী নেতাকে খতম করেছে। সহদেব সোরেন পূর্বভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা ছিলেন, তার মাথার দাম ছিল এক কোটি টাকা।
অন্য দুই নিহত মাও নেতা হলেন রঘুনাথ হেমব্রম ও বিরসেন গঞ্জু। রঘুনাথ ওরফে চঞ্চল মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। বিরসেন ওরফে রামখেলাওনের অবস্থান দলের জোনাল কমিটির সদস্য হিসেবে ছিল এবং তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজারিবাগ জেলার তন্তিঝড়িয়া থানার করন্ডি গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়। গিরিডি-বোকারো সীমানার কাছে সকাল ছয়টায় সংঘটিত এই অভিযানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। এনকাউন্টার শেষে নিরাপত্তাবাহিনী গভীর জঙ্গল থেকে তিন মাও নেতার দেহ উদ্ধার করেছে। বর্তমানে ওই এলাকার গভীর জঙ্গলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই সফল অভিযান সেই লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে।


