Monday, January 19, 2026
Latestআন্তর্জাতিক

ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ কিনছে বাংলাদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ সরকার রেলখাতের উন্নয়ন এবং আধুনিকীকরণে নতুন উদ্যোগ নিয়েছে। লোকোমোটিভ ও কোচের দীর্ঘদিনের ঘাটতি কাটিয়ে রেলযাত্রাকে আরও উন্নত ও নির্ভরযোগ্য করতে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ আমদানি করছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম রবিবার (১৪ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কেনা রেলকোচের মধ্যে প্রথম চালান চলতি বছরের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে। মোট ২০০টি কোচ ধাপে ধাপে যুক্ত হবে, যা যাত্রী ও মালামাল পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যাত্রীসেবা উন্নয়ন করা এবং মালবাহী পরিবহনকে আরও কার্যকর ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত করা।

ফাহিমুল ইসলাম আরও বলেন, সরকারের বিশেষ পরিকল্পনা অনুসারে রেল খাতকে লোকসানি খাত থেকে লাভজনক খাতে রূপান্তরিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আধুনিক রেলকোচ সংগ্রহের পাশাপাশি, অবকাঠামোগত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে নজর দেয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবে, তেমনি দেশের অর্থনীতিও উপকৃত হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ খান, বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম।

সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের রেলপরিবহনের আধুনিকায়নের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করা হচ্ছে। আশা করা যাচ্ছে, আধুনিক কোচ ও লোকোমোটিভের আমদানির ফলে বাংলাদেশের রেলপরিবহন দ্রুতগতিতে উন্নতি লাভ করবে এবং যাত্রী ও মালামাল পরিবহন খাতে দীর্ঘমেয়াদি স্থায়িত্ব আসবে।