ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জাতীয় সংগীতের সময় ‘জালেবি বেবি’ বাজিয়ে দেন ডিজে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে ঘটে গেল একটি হাস্যকর ঘটনা! জাতীয় সংগীতের সময়ে পাকিস্তানের সংগীত বাজানোর কথা থাকলেও এক অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। নিয়ম অনুযায়ী প্রথম পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো উচিত ছিল। কিন্তু ডিজে ভুলবশত বানিয়ে দেয় ‘জালেবি বেবি’ বাজিয়ে দেন।
প্রায় ২-৩ সেকেন্ড পর এই ভুল বুঝতে পেরে ডিজে দ্রুত পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো শুরু করেন। এই ঘটনার সময় পাকিস্তানি খেলোয়াড়দের মুখে খানিকটা বিস্ময়ও লক্ষ্য করা যায়। তবু সংগীত শোনার সঙ্গে সঙ্গেই তারা গাইতে শুরু করেন।
DJ played Jalebi Baby song on Pakistan National anthem 🤣#INDvsPAK #BoycottINDvPAK pic.twitter.com/rJBmfvqedI
— 𝗩 𝗔 𝗥 𝗗 𝗛 𝗔 𝗡 (@ImHvardhan21) September 14, 2025
এই অনিচ্ছাকৃত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে ছড়িয়ে পড়ে। ক্রিকেট ভক্ত ও নেটিজেনরা নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ হালকা মনোরঞ্জনের চেয়ে বেশি গুরুত্ব না দিলেও, অনেকেই এই ধরনের গুরুত্বপূর্ন অনুষ্ঠানে এমন অপ্রীতিকর ভুলের বিরুদ্ধে সমালোচনা করেন।
খেলায় পাকিস্তানের পারফরম্যান্সেও দৈন্য দশা ধরে পড়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান মাত্র ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলাফল সহজ জয় পায় ভারত।
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া মানেই হাইভোল্টেজ ম্যাচ, টান টান উত্তেজনা। সেই ম্যাচে এমন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হাসির খোরাক বানিয়েছে পাকিস্তান টিমকে।


