Monday, January 19, 2026
Latestদেশ

ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিলো না সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ আইন নিয়ে স্বস্তিতে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, গোটা ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও যুক্তি নেই। তবে সংশোধিত আইনের দু’টি ধারা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এর মধ্যে গুরুত্বপূর্ণ ধারা হলো জেলাশাসকদের ক্ষমতায় সীমাবদ্ধতা আনা।

জেলাশাসক বা সম পদমর্যাদার প্রশাসনিক কর্মকর্তা জরিপ করে বলে দিতেন কোনো সম্পত্তি ওয়াকফ কিনা। সেখানে শীর্ষ আদালত বলেছে, সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার সংক্রান্ত বিষয়ে জেলাশাসকদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার নেই। বিচারপতিরা বলেন, “এর ফলে আইন, আদালত ও প্রশাসনিক ক্ষমতা লঙ্ঘিত হবে।”

ওয়াকফে সম্পত্তি দান করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তি ইসলাম ধর্ম পালনের পাঁচ বছরের নিয়ম মেনে চলাতেও স্থগিতাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে চার জনের বেশি অ-মুসলিম সদস্য রাখা যাবে না। রাজ্যস্তরে এই সংখ্যা সর্বোচ্চ তিন। বিশেষভাবে, কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সিইও পদে অবশ্য মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।