মোদীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে জার্সি পাঠালেন মেসি, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্ব ফুটবলের কিংবদন্তি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ডিসেম্বরে ৩ দিনের জন্য ভারত সফরে আসছেন। কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি — মেসির এই সফর ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মেসির ভারত সফরের অন্যতম আকর্ষণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ।
১২ ডিসেম্বর ভারতে পা রাখবেন মেসি। প্রথমদিন কলকাতার ইডেন গার্ডেনে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থাকবেন। পরে রাতেই আহমেদাবাদের উদ্দেশে রওনা হবেন, যেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান রয়েছে। পরের দিন ১৪ ডিসেম্বর মেসি মুম্বাইয়ে গিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। মুম্বাইয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
মুম্বাইয়ে বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উপস্থিত থাকবেন। ভারতীয় ক্রিকেটের বর্তমান তারকা বিরাট কোহলিরও উপস্থিতি থাকবেন।
১৫ ডিসেম্বর মুম্বাই থেকে দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাক্ষাৎ করবেন মেসি। এই সাক্ষাৎকে বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত এই সফরকে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ হিসেবে ঘোষণা করেছেন। মেসির সঙ্গে আরও একঝাঁক তারকা উপস্থিত থাকবেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও রদ্রিগো দে পল।


