Monday, January 19, 2026
Latestদেশ

মহারাষ্ট্রের থানে থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৬ নারীসহ ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিল তারা। পুলিশের ডেপুটি কমিশনার (জোন III) অতুল জেন্ডে জানিয়েছেন, কল্যাণ পুলিশ ৯ সেপ্টেম্বর অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে।

জেন্ডে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ কল্যাণ রেলওয়ে স্টেশনের কাছে পুলিশ ওই ৬ জন মহিলাকে আটক করে। তাদের কাছে বাংলাদেশের পরিচয়পত্র এবং জন্ম সনদপত্র পেয়েছে। তবে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি দেখাতে পারেনি তারা।

শনিবার পুলিশ একই রকম সন্দেহজনক আচরণ প্রদর্শনকারী আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে আটক করা হয়। তার কাছেও ভারতে প্রবেশের বৈধ কোনো নথি ছিল না।

জেন্ডে আরও জানান, “জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছে যে তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে মুম্বাই যাওয়ার ট্রেন ধরেছিল।”

এই দলটির বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে তদন্ত করছে।