CAA-তে আবেদনের জন্য ভারতে প্রবেশের সময়সীমার তারিখ বাড়িয়ে ২০২৪ এর ৩১ ডিসেম্বর করলো স্বরাষ্ট্র মন্ত্রক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও ১০ বছর বাড়ালো কেন্দ্রীয় সরকার। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে পারবেন।
এর আগে নাগরিকত্বের আবেদন জানানোর সময়সীমা ধরা হয়েছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সেই সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগে সিএএ সংসদে পাশ হয়। আইনে বলা হয়, প্রতিবেশী ৩টি মুসলিম প্রধান দেশে ধর্মীয় কারণে নিপীড়িত সংখ্যালঘুরা ভারতে আশ্রয় চাইলে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে মুসলিম সম্প্রদায়কে এর বাইরে রাখা হয়। শর্ত অনুযায়ী, আবেদনকারীকে অন্তত এক বছর ধারাবাহিকভাবে এবং তার আগে গত ১৪ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে বসবাস করতে হবে। অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের ক্ষেত্রে অবশ্য কিছু বিশেষ ছাড় রাখা হয়েছে।
আইনটি ২০১৯ সালেই কার্যকর ঘোষণা করা হলেও তখন বিধি তৈরি হয়নি। ২০২৪ সালে সেই বিধি চূড়ান্ত হওয়ার পর থেকে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে। বর্তমানে অনেক শরণার্থীরা আবেদন জমা করছেন।
নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, এই সংখ্যালঘু শরণার্থীরা ‘ফরেনার্স অ্যাক্ট’-এর আওতায় ভারতে প্রবেশ করলেও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। বরং তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
গেজেট প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর।


