‘অনুমতির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, একটানা মঞ্চ বেঁধে রাখা যায় না’, তৃণমূলের মঞ্চ খোলা প্রসঙ্গে জানালো সেনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়েছে সেনাবাহিনী। সোমবার দুপুরে সেনা জওয়ানরা বাঁশ, ত্রিপল আর পোস্টার খুলে দেয়। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্তার প্রতিবাদে তৃণমূল শনিবার ও রবিবার ওই মঞ্চ থেকে কর্মসূচি পালন করেছিল।
সেনা কর্তৃপক্ষের দাবি, মঞ্চের অনুমতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নিয়ম মেনে একটানা স্থায়ী মঞ্চ রাখা যাবে না। তবে তৃণমূলের দাবি, নতুন অনুমতির জন্য আবেদন জানানো হয়েছিল। এ প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত দলীয় নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় অভিযোগ করেন— “মন্ত্রী অরূপ বিশ্বাস সেনার সঙ্গে যোগাযোগ রাখছিলেন, তবু হঠাৎ করেই মঞ্চ ভাঙা হলো। বাংলার ভাষা আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা চলছে। এটা বাঙালির মর্যাদার ওপর আঘাত।”
রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র-রাজ্যের সংঘাতের নতুন দিক বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভাষা ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত, সেনার হস্তক্ষেপ এই উত্তেজনা আরও বাড়তে পারে। এর আগে গান্ধীমূর্তির সামনে তৃণমূল বারবার কর্মসূচি করলেও সেনার পক্ষ থেকে কখনো সরাসরি হস্তক্ষেপ হয়নি। এবারের পদক্ষেপকে রাজনৈতিক বলে অভিযোগ করেছে তৃণমূল।


