Sunday, January 11, 2026
Latestদেশ

নবরাত্রিতে ৯ দিন বারাণসীতে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, আমিষহীন ইদের আশঙ্কা মুসলিমদের 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার মন্দিরের বারাণসীতে নবরাত্রির সময় ৯ দিন মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে, এই বছর নবরাত্রির প্রথম দিনেই ইদ পড়তে পারে। ফলে মুসলিমরা আমিষহীন ইদ উদযাপন করবেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার বারাণসী পুরনিগমের মেয়র অশোক কুমার তিওয়ারি ঘোষণা করেন যে রবিবার থেকে নবরাত্রি শেষ হওয়া পর্যন্ত শহরের সমস্ত মাছ-মাংসের দোকান বন্ধ রাখা হবে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে বলে তিনি জানিয়েছেন। মেয়রের যুক্তি, বারাণসী দেশের সাংস্কৃতিক রাজধানী এবং প্রতিদিন এখানে লক্ষাধিক পূণ্যার্থী আসেন। তাঁদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো দরকার।

তবে এই সিদ্ধান্তের ফলে বারাণসীর মুসলিম সম্প্রদায়ের জন্য ইদ উদযাপন কঠিন হয়ে উঠতে পারে। ইদের দিন মাংসের দোকান বন্ধ থাকলে মুসলিমরা আমিষ খাবার থেকে বঞ্চিত হবেন। 

এ বিষয়ে মেয়র অশোক কুমার তিওয়ারির বক্তব্য, “বারাণসীর ঐতিহ্যকে সম্মান জানানো উচিত, এটাকে জোর করে চাপিয়ে দেওয়া ভাবা উচিত নয়। মুসলিমদের বোঝা উচিত যে হিন্দু ভাইদের জন্য নবরাত্রি অত্যন্ত পবিত্র উৎসব। মাত্র ৯ দিনের জন্য তাঁদের এই নিয়ম মেনে নেওয়া উচিত। বছরের বাকি ৩৬০ দিন তো তাঁদের আমিষ খাওয়ায় কোনো বাধা নেই।” HINDUSTAN TIMES