Wednesday, November 26, 2025
দেশ

কেরালার প্রথম রূপান্তরকামী আইনজীবী হলেন পদ্ম লক্ষ্মী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নয়া ইতিহাস লিখলেন ২৭ বছর বয়সী পদ্ম লক্ষ্মী। কেরালার প্রথম রূপান্তরকামী আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। রবিবার কেরালার বার কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে আইনজীবী হিসেবে কাজে যোগদানের শংসাপত্র লাভ করেন তিনি।

ইনস্টাগ্রামে পদ্ম লক্ষ্মীর ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেরালার শিল্পমন্ত্রী পি রাজীব। তিনি বলেন, “জীবনের সমস্ত বাধা অতিক্রম করে কেরালায় প্রথম ট্রান্সজেন্ডার অ্যাডভোকেট হিসেবে আত্মপ্রকাশ করায় পদ্ম লক্ষ্মীকে অভিনন্দন জানাই।”

কেরালার এর্নাকুলাম সরকারি ল কলেজ থেকে পাশ করেছেন পদ্ম লক্ষ্মী। এই সফলতার পরে তিনি বলেন, জীবনে নানা প্রতিকূলতা আমাদের কণ্ঠহীন করে তোলে। আমাদের কণ্ঠস্বর উত্থাপন করার জন্য ওকালতি হল সেরা পেশা। আমি অন্যায়ের মুখোমুখি হওয়া মানুষের কণ্ঠস্বর হতে চাই।”