ফের ভাঙন উদ্ধব শিবিরে, উন্নয়ন যজ্ঞে সামিল হতে একনাথ সেনায় যোগ দিলেন দাপুটে নেতা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সময়টা একদমই ভালো যাচ্ছে না উদ্ধব ঠাকরের। ইতিমধ্যেই নির্বাচনী প্রতীক, দলের নাম হারিয়েছেন উদ্ধব। এবার দল ছাড়লেন এক দাপুটে নেতা। প্রাক্তন মন্ত্রী ভূষণ দেশাইয়ের ছেলে সুভাষ দেশাই যোগ দিলেন একনাথ শিন্ডের সেনায়।
সুভাষের অভিযোগ, ‘বাল ঠাকরের কোনও কথাই রাখার চেষ্টা করছেন না উদ্ধব। অন্যদিকে, মুখ্যমন্ত্রী হয়ে উন্নয়েনর জোয়ার আনছেন শিন্ডে। সেই উন্নয়ন যজ্ঞে সামিল হতেই আসল শিবসেনায় যোগ দিয়েছি।’
Maharashtra | Bhushan Desai, son of former industries minister & Uddhav Thackeray faction leader Subhash Desai joins CM Eknath Shinde’s Shiv Sena. pic.twitter.com/Y4MeNH4XtF
— ANI (@ANI) March 13, 2023
এই যোগদানের পরে একনাথ শিন্ডে হাসতে হাসতে বলেন, ‘উদ্ধব আর ওর ছেলে আদিত্য ছাড়া সবাই আমাদের সঙ্গে যোগ দেবে।’

