Wednesday, November 26, 2025
দেশ

‘লাউডস্পিকারে আজানের আওয়াজ নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছে’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কর্ণাটকের বিধানসভা ভোটের আগে আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা। তিনি বলেন, “রাজ্যজুড়ে এখন পরীক্ষা চলছে। এমন সময় লাউডস্পিকারে আজানের আওয়াজ নিয়ে পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ জানাচ্ছেন। এটা ঠিক হচ্ছে না। পরীক্ষার্থীদের শান্তিতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত।”


দাপুটে এই বিজেপি বিধায়ক মেঙ্গালুরুর এক জনসভায় আরও বলেন, “আমি যেখানে যাই আজান শুনলে আমার মাথা ব্যথা হয়ে যায়। সুপ্রিম কোর্টের রায়ের পর এসব বন্ধ হবে বলে আশা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল ধর্মকে শ্রদ্ধা করতে বলেছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লা কি শুধু মাইক্রোফোনের সামনে চিৎকার করলেই শুনতে পান!”

তিনি আরও বলেন, “হিন্দুরাও মন্দিরে প্রার্থনা করে। আমাদের তাদের থেকে বেশি বিশ্বাস আছে। ভারত মাতাই ধর্মকে রক্ষা করে। কিন্তু আপনি যদি বলেন যে আল্লাহ শোনেন যদি আপনি মাইক্রোফোন ব্যবহার করে প্রার্থনা করেন, তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে হবে তিনি বধির কিনা। এই সমস্যার সমাধান করা উচিত।”

উল্লেখ্য, ২০০৫ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট পাবলিক প্লেসে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত লাউডস্পিকার এবং মিউজিক সিস্টেমের ব্যবহার নিষিদ্ধ করেছিল (জরুরী অবস্থা ব্যতীত) এই ধরনের এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যের উপর শব্দ দূষণের গুরুতর প্রভাব উল্লেখ করে।

মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করার জন্য সম্প্রতি উচ্চ আদালতে (গুজরাট এবং ঝাড়খণ্ড) বিভিন্ন জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করা হয়েছে।