Wednesday, November 26, 2025
বিনোদন

কুমিরের সঙ্গে ‘বন্ধুত্ব’, একসঙ্গে দিব্যি সাঁতার কাটছেন মহিলা, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কুমিরের সঙ্গে ‘বন্ধুত্ব’। তাও আবার একসঙ্গে দিব্যি জলে সাঁতার কাটছেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Gabby 🐾 (@gabbynikolle)


গ্যাবি নিকোল নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়ছে। এখনও অবধি ভিডিওটি দেখে ফেলেছেন কয়েক লাখ মানুষ। ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে কুমিরের সঙ্গে ওই মহিলার আরও কয়েকটি ভিডিও রয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জলাশয়ে একটি বিশালাকার কুমিরের সঙ্গে শান্তভাবে সাঁতার কাটছেন এক মহিলা। কুমিরটিকেও শান্তভাবে জলের উপর ভাসতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Gabby 🐾 (@gabbynikolle)


ভিডিওর ক্যাপশনে লেখা, “এখানে আমি এবং ক্যাসপারের আরেকজন একসাথে সাঁতার কাটছি। ক্যাসপার হল একটি উদ্ধারকৃত কুমির। আমি তাকে প্রায় 6 বছর ধরে চিনি! বাড়িতে কখনও এটি চেষ্টা করবেন না, এটি একটি হিংস্র প্রাণী এবং আমি একজন পেশাদার।”