কাশ্মীরের পর এবার ‘বেঙ্গল ফাইলস’, কলকাতায় এসে বড় ঘোষণা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে রবিবার কলকাতার জাদুঘরে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher), পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। কলকাতার অনুষ্ঠানে বক্তব্য রাখতে বড় ঘোষণা দিলেন বিবেক। জানালেন, ‘কাশ্মীর ফাইলসের পর এবার ‘বেঙ্গল ফাইলস’ আসতে চলেছে।’
বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘বাংলা কাশ্মীরে বদলে যাওয়ার আগেই কাজটা শেষ করে ফেলতে হবে।’ পাশাপাশি, নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বিবেক বলেন, ‘পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডাহা ফেল মুখ্যমন্ত্রী।’ ‘দ্য গ্রেটার ক্যালকাটা কিলিং’ নিয়ে আগে সিনেমা তৈরি করতে চাইলেও তাকে তা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তবে এদিন তিনি সাফ জানালেন, ‘এবার আমাকে কোনও শক্তিই এই ছবি বানানো থেকে রুখতে পারবে না।’

