‘দুর্নীতি করে ১৫০ জনের চাকরি পাইয়ে দিয়েছেন শুভেন্দু, তদন্ত করে দেখুক ইডি-সিবিআই, বোমা ফাটালেন কুণাল ঘোষ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কান্ডে একের পর পর তৃণমূল নেতার সামনে উঠে আসছে। এই পরিস্থিতিতে এবার বোমা ফাটালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাড়িতে সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে রীতিমতো নথি দেখিয়ে কুণাল দাবি করলেন, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।’
কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারীর সুপারিশে গ্রুপ সি পদে ১৫০ জনের চাকরি হয়। আদালতের নির্দেশে তাদের মধ্যে ৫৫ জনের চাকরি বাতিল হয়েছে। এই ১৫০ জন কারা? তা খতিয়ে দেখতে শুভেন্দুকে জেরা করা হোক। শুভেন্দুকে তদন্তের আওতায় আনা হোক। কিভাবে এই ১৫০ জন চাকরি পেলেন সেটা খতিয়ে দেখুক ইডি-সিবিআই।’
উল্লেখ্য, আদালতের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের মধ্যে রয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সঞ্জীব সুকুলের নাম। সঞ্জীব সুকুলের ছবি দেখিয়ে কুণালের দাবি, ‘সঞ্জীব সুকুল শুভেন্দু অধিকারীর ডানহাত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে তাহলে শুভেন্দু অধিকারির বিরুদ্ধে নয় কেন?’

