‘আমিও মানুষ, আমারও হৃদয় আছে, আমি কি সংসার করার স্বপ্ন দেখতে পারি না?’ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন রাখি সাওয়ান্ত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিল খানকে বিয়ে করেছিলেন। তারপরে মুসলিম নামও নিয়েছিলাম। কিন্তু কয়েকদিনেই মোহভঙ্গ। রাখির অভিযোগ, আদিল তাকে ঠকিয়েছে। আদিলের অন্যান্য নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তাছাড়া সম্পত্তিও বেশি দেখিয়ে বিয়ে করেছিল। কিন্তু আদতে কিচ্ছু নেই আদিলের! রাখির সঙ্গে বাস্তবে ঘটা এসব নিয়ে তার নতুন গান – ঝুঠা। শুক্রবার মুক্তি পেয়েছি গানটি।
এই গানে দেখা যায়, এক ভক্ত তাঁকে একটি গাড়ি উপহার দেয় এবং তাকে বিয়ের জন্য প্রস্তাব দেন। এরপর সেই ভক্ত তাঁকে বিয়ে করেন এবং ঠকান। ঝুঠা গানে এসবই উঠে এসেছে।
এই গানের প্রচার অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন রাখি। হাউহাউ করে কাঁদতে কাঁদতে রাখি বলেন, ‘সবাই ভাবে, রাখি সাওয়ান্তকে ধোঁকা দেবে। রাখি সাওয়ান্তের সঙ্গে খারাপ কি হতে পারে? আমিও মানুষ, আমার হৃদয় নেই কি? আমি কি সংসার করার স্বপ্ন দেখতে পারি না?’ বলতে বলতেই চিৎকার করে কেঁদে মাটিতে ঝুকে পড়েন রাখি।

