Wednesday, November 26, 2025
দেশ

‘হোলি সুন্দর, ভারতকে ভালোবাসি’, মুখ খুললেন সেই জাপানি তরুণী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হোলির দিন যে জাপানি তরুণীকে হেনস্থা করা হয়েছিল সে এবার মুখ খুললেন। ওই বিদেশিনী জানালেন, ‘হোলি সুন্দর। ভারতকে ভালোবাসি।’

হোলি খেলার একটি ভিডিও টুইটারে ওই তরুণী পোস্ট করেন, যাতে দেখা যায় হোলির সময় একদল যুবক তাকে হয়রানি করছে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, ওই তরুণী টুইটের ভিডিওটি মুছে দিয়েছেন এবং ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ভিডিওটি টুইটারে তিনি নিজেই পোস্ট করেছিলেন। কিন্তু সেটি ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারেননি। ভাইরাল ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসে। ফলে ভয় পেয়ে ভিডিওটি তিনি ডিলিট করে দেন তিনি। ওই তরুণী বলেছেন, কোনও নেতিবাচক উদ্দেশ্য নিয়ে ভিডিওটি তিনি শেয়ার করেননি। কেউ কষ্ট পেয়ে থাকতে তিনি ক্ষমাও চেয়ে নেন।

ওই জাপানিৎতরুণী জানান, হোলির দিন ৩৫ জন জাপানি দল বেঁধে রাস্তায় বেরিয়েছিলেন উৎসব দেখতে। দিল্লির রাস্তায় তাঁকে জাপটে ধরে জোর করে রঙ মাখিয়ে দেওয়া হয়। এমনকি তাঁর মাথায় ডিম ফাটানো হয়।

তিনি লিখেছেন, ‘হোলি উৎসব একটি চমৎকার এবং মজার ঐতিহ্যবাহী উৎসব। একে অপরের আবির মাখিয়ে বসন্তের আগমন উদযাপন করা।’

এই ধরনের ঘটনার পরেও তিনি টুইটে বলেছেন, ‘আমি ভারতকে ভালোবাসি। এর আগেও অনেক বার ভারতে এসেছি। ভারতের সব কিছুই তাঁর খুব পছন্দের। ভারত এমন একটি দেশ, যাকে এই ঘটনার পরেও ঘৃণা করা যায় না।’

জাপানি ওই তরুণী এখন বাংলাদেশে গিয়েছেন। এদিকে, দিল্লি পুলিশ ভাইরাল ভিডিওটি নিয়ে তদন্ত শুরু করে। যদিও কোনও অভিযোগ দায়ের করা হয়নি, পুলিশ একজন কিশোর সহ তিন যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।