Wednesday, November 26, 2025
দেশ

বিজেপিতে যোগ দিচ্ছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা নাল্লারি কিরণ কুমার রেড্ডি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।

জানা গেছে, তিনি ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই বিজেপিতে নাম লেখাতে চলেছেন এক সময়ের দাপুটে এই কংগ্রেসী মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশে এখনও অনেকটাই দুর্বল বিজেপি। তবে সেরাজ্যে এবার পদ্ম ফোটানোর কাজে লেগে পড়েছে গেরুয়া শিবির।

চারবারের বিধায়ক কিরণ রেড্ডি ২০১০ সাল থেকে তিন বছর অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এরপরে ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছিলেন অন্ধ্রপ্রদেশের ১৬তম মুখ্যমন্ত্রী।