বিবিসির ডকুমেন্টারির বিরুদ্ধে এবার গুজরাট বিধানসভায় রেজোলিউশন পাশ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০০২ গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম কালিমালিপ্ত করার জন্য ডকুমেন্টারি তৈরি করেছে বিবিসি। এ নিয়ে রেজোলিউশন পাশ গুজরাটের বিধানসভার। এছাড়া বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে কেন্দ্রকে।
শুক্রবার অধ্যদেশ পাশ করার সময় মন্ত্রী হর্য সংভি জানান, “ইন্ডিয়া-দ্য মোদী কোয়েশ্চিন তথ্যচিত্র শুধু মোদীর অপমান নয় এটা সমগ্র ১৩০ কোটি ভারতবাসীর অপমান।”
উল্লেখ্য, জানুয়ারিতে গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে বিবিসি ‘ইন্ডিয়া-দ্য মোদী কোয়েশ্চিন’ নামক তথ্যচিত্র প্রকাশ করে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গুজরাট দাঙ্গায় মোদীকে ক্লিনচিট দেওয়া হয়েছে। তারপরেও তাঁকে নিয়ে তথ্যচিত্র করার ঘটনায় বিদেশমন্ত্রক এটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করে।

