গোমাংস আছে সন্দেহের বশে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্রেফ সন্দেহের বশে এক মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন করা হলো বিহারে। মৃতের নাম নাসিম কুরেশি। বয়েস ৫৫ বছর। এই ঘটনায় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক বাকিদের খোঁজ চলছে। মৃত ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, বুধবার নাসিম কুরেশি নামে এক বৃদ্ধ তার ভাইপো ফিরোজ আহমেদ কুরেশিকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। কিন্তু মাঝপথেই তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। সেখান বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। স্থানীয় কয়েকজন সন্দেহ করেন, গোমাংস নিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। মারধর করা হয় তাদের।
কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন ভাইপো। কিন্তু বৃদ্ধ নাসিমকে বেদম মারধর করা হয়। গুরুতর অবস্থায় নাসিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার।
মৃতের ভাইপো ফিরোজ বলেন, কিছু যুবক তাকে ধাওয়া করলে তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান। তবে আমার চাচা নাসিমকে ধরে ইট ও লাঠি দিয়ে মারধর করা হয়।
এই ঘটনায় সরপঞ্চ-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।পলাতকদের খোঁজ চলছে। নাসিমের কাছে গরুর মাংস ছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

