Monday, November 24, 2025
টালিউড

কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন, এবার অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করলো ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর নাম সামনে উঠে আসছে। এবার তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকার অভিযোগে অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta) তলব করলো ইডি। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে তাকে।

বনির বিরুদ্ধে অভিযোগ, কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। বনিকে তার আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে।

ইডি সূত্রে খবর, বনি ইডির দফতরে হাজির হবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ইডি আগেই অভিযোগ করেছিল, নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে বিনিয়োগ করা হয়েছে। তবে এই প্রথম কোনও অভিনেতাকে তলব করা হচ্ছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে আগেই গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে একের পর তথ্য সামনে আসছে।