Monday, November 24, 2025
দেশ

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ত্রিপুরায় বিজেপিকে সমর্থন তিপ্রা মোথার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, হিমন্ত বিশ্বশর্মাদের উপস্থিতিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মানিক সাহা। শপথ নেওয়ার পরেই আগরতলার রাজ্য গেস্ট হাউসে তিপ্রা মোথার (Tipraha Indigenous Progressive Regional Alliance) চেয়ারম্যান প্রদ্যোত দেব বর্মার (Pradyot Deb Barman) সঙ্গে জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  (Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মানিক সাহা, বিজেপির কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র, মহেন্দ্র সিং ও মহেশ শর্মারা।

বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকের পরে বিজেপিকে সমর্থন জানিয়েছেন তিপ্রা মোথার চেয়ারম্যান প্রদ্যোত দেব বর্মা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেক কথা বলতে হবে। ত্রিপুরার ভালোর জন্য এখানে এসেছি আমরা। আমাদের উদ্দেশ্য, পিছিয়ে পড়া উপজাতির মানুষদের জন্য একটা সাংবিধানিত সমাধান।”