পাকিস্তানে হোলি উদযাপনের সময় হিন্দু পড়ুয়াদের ওপর কট্টরপন্থীদের হামলা, আহত ১৫ ছাত্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোলি উদযাপনের সময় হিন্দু ছাত্রদের উপর হামলা। এই ঘটনায়১৫ জন হিন্দু ছাত্র আহত হয়েছে। কট্টরপন্থী ইসলামী ছাত্র সংগঠনের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হিন্দু ছাত্রদের উপর কট্টরপন্থীরা আক্রমণ করছে। ছাত্ররা হোলি উদযাপনের জন্য প্রশাসনের অনুমতি পাওয়ার পরেও এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
জানা গেছে, লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ল’ কলেজে ৩০ জন হিন্দু পড়ুয়া হোলি উদযাপন করতে জড়ো হয়েছিল। তাদের উপর হামলা চালায় ইসলামী জমিয়ত তুলবা (আইজেটি) কর্মীরা।
সিন্ধু কাউন্সিলের সাধারণ সম্পাদক কাশিফ ব্রোহি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেয়ে হিন্দু সম্প্রদায় ও কাউন্সিলের সদস্যরা হোলি উদযাপনের আয়োজন করেছিল।’
তিনি বলেন, ‘ছাত্ররা তাদের ফেসবুক পেজে হোলি উদযাপনের পোস্ট করার পর আইজেটি কর্মীরা হুমকি দিতে শুরু করে। তিনি বলেন, সিন্ধু কাউন্সিল এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যরা কলেজের বাইরে হোলি উদযাপনের জন্য জড়ো হলে আইজেটি কর্মীরা বন্দুক ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।’
হামলায় আহত হওয়া ক্ষেত কুমার জানান, ‘উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে নিরাপত্তারক্ষীরা তাদের ওপর লাঠি নিয়ে চড়াও হয়। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে পুলিশ কোনও এফআইআর করেনি বলে অভিযোগ তাঁর।
তথ্যসূত্র: India Today

