Wednesday, January 28, 2026
রাজ্য​

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কত শতাংশ মানুষ, কি বলছে সমীক্ষা?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। ত্রিপুরায় নোটার কাছে পরাজিত হয়েছে তৃণমূল। খাতা খুলতে পারেনি ত্রিপুরায়। তবে মেঘালয়ে তৃণমূল ৫টি আসনে জয়লাভ করেছে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, জোট করে নয়, ২০২৪ সালের লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল।

২০২৪ সালের লোকসভা ভোটে কে হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী? কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল ‘টিভি ৯’ এবং ‘পোলস্টার্ট’। এই সমীক্ষায় প্রশ্ন করা হয় কাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান?

সমীক্ষা অনুযায়ী, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর প্রথম পছন্দ নরেন্দ্র মোদী। সমীক্ষায় অংশ নেওয়া ৫৮ শতাংশ মানুষ জানিয়েছিলেন তাঁরা মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মোদীর আশেপাশে কোনও রাজনীতিবিদ ‘সেকেন্ড চয়েস’ হিসেবে উঠে আসতে পারেনি।

সমীক্ষা অনুযায়ী, ১৯.৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে চান। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৮.৯ শতাংশ মানুষ। ৭.৪ শতাংশ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যান্য নেতারা পেয়েছেন ৫.৮ শতাংশ ভোট।