৫ ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা ‘দেশের ডাক’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামীকাল প্রকাশ হতে চলেছে হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা ‘দেশের ডাক’ (Desher Dak)। জানা গেছে, বাংলা ভাষায় হিন্দু জাতীয়তাবাদকে তুলে ধরাই এই পত্রিকার লক্ষ্য। আগামীকাল কলকাতা বইমেলায় এই মাসিক পত্রিকার শুভ সূচনা হবে। পত্রিকাটি নিয়ে হিন্দুত্ববাদী নেটিজেনদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন তাঁরা।
৬ ফেব্রুয়ারি, রবিবার কলকাতা বইমেলার জনবার্তা স্টলে (৪৪৯ নম্বর স্টল) হিন্দু জাতীয়তাবাদী এই পত্রিকার উদ্বোধন হবে। প্রাথমিকভাবে এই পত্রিকায় জাতীয়তাবাদী প্রবন্ধ, গল্প এবং কবিতা প্রকাশিত হবে। পরবর্তীকালে এই পত্রিকায় বিশেষ খবরও প্রকাশিত হবে।
দেশের ডাক পত্রিকার লোগোটি বেশ অর্থবহ। যাতে দেখা যাচ্ছে, অখন্ড ভারতের মানচিত্র, তার নিচে পত্রিকার নাম দেশের ডাক লেখা। উল্লেখ্য, হিন্দু জাতীয়তাবাদীদের স্বপ্ন অখন্ড ভারতের সে কথা বলাই বাহুল্য।
দেশের ডাক পত্রিকার সম্পাদক বিজেপি নেতা শ্রী দেবজিৎ সরকার। এছাড়া পত্রিকার সঙ্গে যুক্ত আছেন একঝাঁক নবীন ও প্রবীণ হিন্দুত্ববাদী চিন্তাবিদরা। আগামী দিনে এই পত্রিকা হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের পথ দেখাবে এমনটাই মনে করছেন অনেকেই।

