Tuesday, December 16, 2025
দেশ

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু: অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দিলেন বি এস ইয়েদুরাপ্পা (B S Yediyurappa)। সোমবার বিএস ইয়েদুরাপ্পা স্পষ্ট জানালেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। ইয়েদুরাপ্পা পদত্যাগ করলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

৭৮ বছর বয়সী বিজেপি নেতা ইয়েদুরাপ্পা গত বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার ইঙ্গিত দিচ্ছিলেন। শেষমেষ নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। সোমবারই তিনি তাঁর পদত্যাগ পত্র জমা দেবেন বলে খবর।

উল্লেখ্য, সোমবারই রাজ্য সরকারের দ্বিতীয় বছরে পা রেখেছে। দ্বিতীয় বর্ষপূর্তিতে ইয়েদুরাপ্পা বলেন, আমি রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই আমি সিদ্ধান্তে দুঃখিত নই। আমি খুশি। ৭৫ বছর বয়সী ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞ।


উল্লেখ্য, বিজেপির নীতি অনুযায়ী, ৭৫ বছরের ঊর্ধ্ব নেতাদের বড় পদে রাখা হয় না। তবে লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার জন্য ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিল বিজেপি। কিন্তু ক্রমশ রাজ্যে বিজেপিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গোষ্ঠীকোন্দলের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ।

কুর্সি বাঁচাতে সম্প্রতি ইয়েদুরাপ্পা দিল্লি গিয়ে মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। সেইসময় তিনি জানিয়েছিলেন, পদত্যাগের কোনও সম্ভাবনাই নেই। কিন্তু রাজ্য বিজেপিতে তাঁর উপর ক্রমশ চাপ বাড়তে থাকে। যার জেরে এবার ইস্তফার সিদ্ধান্ত নিলেন ইয়েদুরাপ্পা।

ইয়েদুরাপ্পা বলেন, অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর আমার উপর অপরিসীম আস্থা রয়েছে। দলের নীতি অনুযায়ী, ৭৫ বছরের ঊর্ধ্বে কাউকে বড় পদে বসায় না দল। কিন্তু আমাকে ৭৮ বছর পর্যন্ত ক্ষমতা থাকার সুযোগ দিয়েছেন। দলকে শক্তিশালী করা এবং ফের বিজেপি সরকার প্রতিষ্ঠিত করাই আমার লক্ষ্য।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।