ভাইরাল ‘চা কাকু’ নিজের চায়ের দোকান খুললেন, শুভেচ্ছা বন্যায় ভাসছেন নেটিজেনদের
কলকাতা: গতবছর করোনার মহামারি শুরুর দিকে ‘চা খাব না? খাবনা আমরা চা?’ কথাটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। লকডাউনের সময় তখনও করোনা সম্পর্কে এতটা ধারণা ছিলনা মানুষজনের। এই ভাইরাস যে এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে তা হয়তো ভাবতে পারেননি অনেকেই। সেই সময় লকডাউন উপেক্ষা করে রাস্তায় চা খেতে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। তখন দুই দুই ব্যক্তির মধ্যে কারোরই মুখে মাক্স ছিলনা। তখন একজন মহিলা তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং তখন মৃদুল দেব (Cha Kaku) বলেন, ‘চা খাব না খাব না আমরা চা।’ সেই ভিডিও’র মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে যান মৃদুল দেব (Mridul Dev)। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় তাঁর ভিডিও। বিভিন্ন নিউজ চ্যানেল, সংবাদপত্রের শিরোনামে উঠে আসেন তিনি।
পরে জানা যায়, মৃদুল দেব পেশায় একজন পরিযায়ী শ্রমিক। তার রোজগার ছিল অতি সামান্য। দক্ষিণ কলকাতার বিজয়গর অঞ্চলের বিভিন্ন জায়গায় কাজ করেন তিনি। কিন্তু লকডাউনে কাজ হারান। এই খবর সামনে আসতেই অবশ্য মৃদুলবাবুর জন্য সমব্যথী হয়ে পড়ে অনেকই।

সৌরভ গঙ্গোপাধ্যায় সাহায্য করেন মৃদুলবাবুকে। দরিদ্র মৃদুলবাবুর পাশে দাঁড়ান টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে দারিদ্রতা সমাজ সেবামূলক কাজ থেকে দমিয়ে রাখতে পারিনি মৃদুলবাবুকে। করোনার প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ পুরোটাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন মৃদুল দেব।
‘চা কাকা’ নামে সোশ্যাল মিডিয়ায় সমধিক পরিচিত মৃদুল দেব এবার নিজের একটি চায়ের দোকান খুলেছেন। করোনা বিধি মেনে দোকান চালাচ্ছেন তিনি। ফেসবুক পোস্টে মৃদুল দেব লিখেছেন, ”আমার নতুন দোকান । ছোট করে শুরু করলাম । যারা যারা আমার দোকানের চা খেতে চাও চলে এসো । 🙏” আপাতত নতুন ব্যবসার জন্যে নেটিজেনদের শুভেচ্ছা বন্যায় ভাসছেন চা কাকু’ মৃদুল দেব।


