কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বাংলা থেকে একাধিক ঠাই পেতে চলছে
নয়াদিল্লি: সামনেই কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট, তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। যা জোর চর্চা শুরু হয়েছে। রদবদলে একাধিক চমক দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বলে খবর। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এই রদবদল হতে চলেছে।
সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণ করে প্রায় দেড় ড’জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত হতে পারে। মন্ত্রিসভার সম্প্রসারণের পর আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলা রাজ্যগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। মন্ত্রিসভা সম্প্রসারণের খবরের প্রকাশ্যে আসার মধ্যেই একাধিক সাংসদ ও নেতাকে দিল্লিতে ডাকা হয়েছে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং নারায়ণ রাণা–সহ বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন। পশ্চিমবঙ্গ থেকে শান্তনু ঠাকুর দিল্লি যাচ্ছেন। বাংলার আরও দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায়ের নামও চর্চায় রয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী থাওরচাঁদ গেহলটকে কর্ণাটকের রাজ্যপাল করা হয়েছে। মধ্যপ্রদেশ, মিজোরাম এবং হিমাচল প্রদেশে আরও তিনজনকে পাঠানো হবে। তাঁরা দলের পক্ষ থেকে নাকি মন্ত্রিসভা থেকে হবেন তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই বিজেপির রাজ্যসবার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লি পৌঁছেছেন। তাঁকে মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক বাতিল করা হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন অমিত শাহ, জেপি নাড্ডা এবং বিএল সন্তোষের সঙ্গে। মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল মোট ৫৭ জন মন্ত্রী নিয়ে। যার মধ্যে রয়েছেন ২৪ জন ক্যাবিনেট, ৯ টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

