Tuesday, December 16, 2025
দেশ

ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের বার্তা দিল ইজরায়েলের নতুন সরকার

জেরুজালেম: রবিবার ইজরায়েলের পার্লামেন্ট জয়লাভ করেছে জোট সরকার (Israel’s new government)। যার ফলে অবসান হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। ৬০-৫৯ ভোটে জয়লাভ করে নতুন জোট সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেট। অন্যদিকে, লিকুদ পার্টির প্রধান হিসেবে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

ইসরায়েলের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও বিকল্প প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ (Yair Lapid) জানিয়েছেন, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবেন তাঁরা। দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশ্বাস দিলেন তিনি।

বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের নতুন সরকার। দায়িত্ব নিয়েই তাই ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার প্রতিশ্রুতি দিলেন লাপিদ। ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ধন্যবাদ জানিয়ে লাপিদ বলেন, দু’দেশের সম্পর্ক আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করে যাব। আপনাকে দ্রুত ইজরায়েলে স্বাগত জানাব।

উল্লেখ্য, আটটি রাজনৈতিক দল জোট করে ইজরায়েলের নতুন এই সরকার গঠন করেছে। জোটের শর্ত অনুযায়ী, ইয়ামিনা পার্টির নেতা বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদের কাছে দু’বছরের জন্যে ক্ষমতা হস্তান্তর করবেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।