Tuesday, December 16, 2025
আন্তর্জাতিক

নেতানিয়াহুর চেয়েও কট্টর নাফতালি বেনেট

জেরুজালেম: ইজরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হলো। বিরোধী দলগুলো নতুন সরকার গঠছে। রবিবার সংসদে ভোটাভুটির মাধ্যমে ৬০-৫৯ ভোটে জয়লাভ করেছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ইজরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কট্টর জাতীয়তাবাদী দল ইয়ামিনার নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট। তার পরের দু’বছর দায়িত্ব পালন করবেন মধ্যপন্থী রাজনীতিক ইয়ার লাপিড। তিনিই নতুন এই জোট সরকার গঠনের মূল হোতা ছিলেন।

ইজরায়েলের ক্ষমতার পালাবদলের পর এখন দুটি প্রশ্ন সামনে আসছে। ডান, বাম ও মধ্যমপন্থী, সব ধারার দলের সমন্বয়ে গঠিত এই জোট সরকার কতদিন টিকবে? ইজরায়েল-ফিলিস্তিনি সংকট নিয়ে নতুন এই সরকারের অবস্থান কি? সে বিষয়ে জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে নাফতালি বেনেট সম্পর্কে।

নাফতালি বেনেটের রাজনৈতিক আদর্শ, তাঁর বিশ্বাস, ফিলিস্তিন সংকট নিয়ে তাঁর অতীতের বক্তব্য-বিবৃতি বিবেচনা করলে ফিলিস্তিনিদের আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। কেননা কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেট। তিনি একসময় নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ ছিলেন। ২০০৬ সাল থেকে দু’বছর তিনি নেতানিয়াহুর চিফ অব স্টাফ হিসাবে কাজ করেছেন। ২০০৮ সালে নেতানিয়াহুর সাথে তাঁর মনোমালিন্য হয়। লিকুদ পার্টি থেকে বেরিয়ে এসে কট্টর ইহুদি দল ‘জিউয়িশ হোম’ পার্টিতে যোগদান করেন তিনি। ২০১৩ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন।

কট্টর ডানপন্থী আদর্শ নিয়ে তাঁর কোনো রাখঢাক নেই। বিভিন্ন সময় বড়াই করে তিনি বলেছেন নেতানিয়াহুর চেয়েও তিনি বেশি ডানপন্থী। অতি ধার্মিক ইহুদিদের মত অধিকাংশ সময়ে মাথায় কিপা (এক ধরণের টুপি) পরে থাকেন। উদারপন্থী ইহুদিদের সুযোগ পেলেই উপহাস করেন। তাই বলা চলে বেনেট ইহুদি জাতীয়তাবাদ এবং জাত্যভিমানের এক প্রতীক।

ফিলিস্তিনি গেরিলাদের বিরুদ্ধেও অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণের পক্ষে বেনেট। তিনি গেরিলাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন। ২০১৮ সালে সংঘাত বন্ধে হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিরও তীব্র বিরোধিতা করেছিলেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।