Friday, December 19, 2025
রাজ্য​

‘নিরাশ হওয়ার কিছু নেই, বাংলায় ২.২ কোটি মানুষের ভোট পেয়েছে বিজেপি, বিস্তার বাড়াবে’

কলকাতা: আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মুকুল রায়। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অনেকেই মুকুল রায়ের পুনরায় তৃণমূলে ফেরা নিয়ে নানা রকম মন্তব্য করছেন। গেরুয়া শিবিরে ভাঙন আরও চওড়া হবে বলে আশঙ্কা করছেন অনেকে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখার বার্তা দিলেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।

শুক্রবার দুপুরে টুইটে স্বপন দাশগুপ্ত লিখেছেন, একুশের বিধানসভা ভোটে হার চিন্তার বিষয়। তবে বঙ্গ বিজেপি হার থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাবে। সেই পদক্ষেপই নেওয়া হচ্ছে এবং তা স্পষ্ট হয়ে উঠবে। দলের নতুন বা পুরনো কর্মীদের নিরাশ হয়ে পড়া বা ঘরে ঢুকে যাওয়ার কোনও কারণ নেই। বাংলায় ২.২ কোটি মানুষের ভোট পেয়েছে বিজেপি। বিজেপি গড়ে উঠবে এবং নিজেদের বিস্তার বাড়াবে।

স্বপন দাশগুপ্ত ২০১৬ সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য পদে শপথ নেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দেন স্বপন। তারকেশ্বর থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। তবে তৃণমূল প্রার্থী রমেন্দু সিনহারায়ের কাছে ৭ হাজার ৪৮৪ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। শোনা গিয়েছিল, রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী মুখ তালিকায় স্বপন দাশগুপ্তর নাম ছিলো।

একুশের বিধানসভা নির্বাচনের সময়ও মুকুল রায় কার্যত নিষ্ক্রিয় ছিলেন। কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক পদে জেতার পরে একমাত্র শপথগ্রহণের দিনই তাকে দেখা গিয়েছিল। এরপর দলের কোন সভা সমাবেশে তাকে দেখা যায়নি। দূরত্ব বাড়ছিল গেরুয়া শিবিরের সাথে। শেষ পর্যন্ত মুকুল রায় আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যোগ দিচ্ছেন তৃণমূলে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।