নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে, দেখে নিন
কলকাতা: নুসরতের মা হওয়ার জল্পনায় শিলমোহর পরে গেল। জল্পনা নয়, মা হচ্ছেন নুসরত জাহান সেটা বলে দিচ্ছে তারকা সাংসদের বেবি বাম্প। যশ-নুসরতের ফ্যান পেজে দেখা যাচ্ছে, নুসরতের বেবি বাম্পের সুস্পষ্ট ছবি। যা দেখলে বোঝা যাচ্ছে, নুসরত শুধু অন্তঃসত্ত্বাই নয়, কমপক্ষে তাঁর প্রেগন্যান্সির ট্রাইমেসটার বা দ্বিতীয় তিন মাস চলছে।
ছবিতে দেখা যাচ্ছে, স্লিভলেস সাদা ড্রেসে নুসরত, কানে বড় আকারের রিং, ঠোঁটে হালকা লিপস্টিক আর খোলা চুল- ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি। নুসরতের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁর দুই বান্ধবী, তথা বিজেপি নেত্রী তনুশ্রী ও শ্রাবন্তীকে।
View this post on Instagram
উল্লেখ্য, গত সপ্তাহে নুসরত মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একথা প্রথমে সামনে আসে। তারপর জল্পনা ছড়ায় নুসরত অন্তঃসত্ত্বা? তার অনাগত সন্তানের পিতৃপরিচয় কি? সেই নিয়ে যথেষ্ট কাটাছেঁড়া হয়। এর মাঝেই নুসরত-নিখিলের বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ বলে জানান নুসরত। জানান, লিভইনে ছিলেন তারা। পালটা তোপ দাগেন নিখিলও।
আজকাল একসঙ্গে পার্টিতে দেখা যাচ্ছে নুসরত-যশ-শ্রাবন্তী-তনুশ্রীকে। কদিন আগেই সেই পার্টির অন্দরেরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তনুশ্রীর প্রেমিক রাজকুমার গুপ্তা। পরে অবশ্য সেই ছবি ডিলিট করে দেন তিনি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরেই নাকি মা হতে চলেছেন নুসরত। ইতিমধ্যেই শহরের এক নামী ওমেন ও চাইল্ড কেয়ার হাসপাতালেও নাকি যাতায়াত শুরু করেছেন অভিনেত্রী-সাংসদ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

