Friday, December 19, 2025
দেশ

২০১৯-২০ অর্থবর্ষে ৭৮৫ কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি, তৃণমূল কত?

নয়াদিল্লি: ২০১৯-২০ অর্থবর্ষে কোন রাজনৈতিক দল কতটাকা অনুদান পেয়েছে তার পরিসংখ্যন সামনে এল। সেই তালিকা দেখা যাচ্ছে, এক বছরে বিজেপি অনুদান পেয়েছে ৭৮৫ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে মাত্র ১৩৯ কোটি টাকা। তৃণমূল ৮ কোটি টাকা। এনসিপি পেয়েছে ৫৯ কোটি টাকা। সিপিএম পেয়েছে ১৯.৬ কোটি টাকা। সিপিআই পেয়েছে ১.৯ কোটি টাকা।

প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট বিজেপিকে সবচাইতে বেশি অনুদান দিয়েছে। গত অর্থবর্ষের তুলনায় এবছর তারা ৩ গুণ বেশি অনুদান দিয়েছে গেরুয়া শিবিরকে। ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপিকে ২১৭.৭৫ কোটি টাকা অনুদান দিয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। গতবছর যেটার পরিমাণ ছিল ৬২.২৫ কোটি টাকা।

এদিকে, ২০১৯-২০ অর্থবর্ষে কংগ্রেসকে ৩১ কোটি টাকা দিয়েছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। গত অর্থবর্ষে যার পরিমাণ ছিল ৩৯ কোটি। এছাড়া আম আদমি পার্টিকে এই সংস্থা ১১.২৬ কোটি টাকা দিয়ে অনুদান দিয়েছে রূপে (Rupay)। শিবসেনা পেয়েছে ৫ কোটি। সমাদবাদী পার্টির পেয়েছে ২ কোটি।

বিজেপিকে ৪৫.৯৫ কোটি টাকা দিয়েছে জনকল্যাণ ইলেক্টোরাল ট্রাস্ট। জুপিটার ক্যাপিটাল দিয়েছে ১৫ কোটি টাকা। আইটিসির থেকে বিজেপি পেয়েছে ৭৬ কোটি টাকা। ২১ কোটি টাকা দিয়েছে লোধা ডেভেলপার। গুলমার্গ রিলেটরস দিয়েছে ২০ কোটি টাকা। বিজি শিরকে নির্মাণ সংস্থা দিয়েছে ৩৫ কোটি টাকা। এছাড়া ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানও বিজেপিকে অনুদান দিয়েছে। যার ফলে অনুদানের নিরিখে টানা সপ্তমবার দেশের শীর্ষ রাজনৈতিক দল বিজেপি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।