Tuesday, December 16, 2025
টালিউড

টি-শার্ট ও শর্টসে শ্রীলেখার শীর্ষাসনের ছবি ভাইরাল

কলকাতা: লকডাউনে জিম বন্ধ। তাই বাড়িতেই শরীরচর্চায় ব্যস্ত শ্রীলেখা মিত্র। ঘাম ঝরাতে বাড়িতেই যোগাসনে মগ্ন শ্রীলেখা। এদিন শীর্ষাসন করার ছবি অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রাম ছবিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের টি শার্ট এবং নীলচে রঙা একটি ছোট প্যান্ট পরে বিছানায় বালিশের উপর ভর দিয়ে শীর্ষাসন করছেন তিনি। পাশেই তাঁর পোষ্য কুকুর শুয়ে আছে। পোস্টের ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, শীর্ষাসন করার চেষ্টা করছিলাম।

 

View this post on Instagram

 

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)


শীর্ষাসনের ছবি শেয়ার করতেই সেটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অভিনেত্রীকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। এই বয়সে এহেন কঠিন শরীরচর্চা করায় অভিনেত্রী প্রশংসা করছেন নেটিজেনদের একাংশ। অনেকেই লিখেছেন, শ্রীলেখার কসরত দেখে অনুপ্রেরণা পান তারা। অভিনেত্রীর মানসিকতা, মনের জোর মুগ্ধ করে তাদের।

কেউ কেউ আবার অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তবে নেতিবাচক মন্তব‍্যে কিছু যায় আসে না অভিনেত্রীর। ঠাণ্ডা মাথায় এসব উপেক্ষা করেন শ্রীলেখা। খারাপ মন্তব্যকে তোয়াক্কা না করে নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চা করেন তিনি। সম্প্রতি ‘প্ল্যাঙ্ক’ করার ছবিও ইনস্টাগ্রামে সকলের সাথে ভাগ করে দিয়েছিলেন অভিনেত্রী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।