Tuesday, December 16, 2025
বিনোদন

মুক্তি পেল আলিয়া ভাটের ‘সড়ক ২’-এর ট্রেলার, মাত্র এক ঘন্টাতেই ডিজলাইকের বন্যা

মুম্বাই: মুক্তি পেল ‘সড়ক ২’ ছবির ট্রেলার। ছবির পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। বুধবার সকালে ইউটিউবে মুক্তি পেল আলিয়া ভাট, সঞ্জয় দত্ত,পূজা ভাট এবং আদিত্য রয় কাপুর অভিনীত এই ছবির ট্রেলার। এই ছবির মাধ্যমেই ২১ বছর পর পরিচালকের আসনে ফিরছেন মহেশ ভাট।

ইউটিউবে প্রথম ঘন্টায় সড়ক টুয়ের ট্রেলারে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যা তিনগুণ বেশি। ইউটিউবে প্রথম ঘন্টায় সড়ক টুয়ের ট্রেলারে পাঁচ লাইক পড়েছে পাঁচ হাজার এবং ডিজলাইক ১৬ হাজার।

দেখে নিন সড়ক টুয়ের ট্রেলার:

এই মুহূর্তে সড়ক টুয়ে ডিসলাইকের সংখ্যা পাঁচ গুণ বেশি। ইউটিউবে এখন সড়ক টুয়ের ট্রেলারে রয়েছে ৮.৯ হাজার লাইক এবং ৪৯ হাজার ডিজলাইক। সুশান্ত ভক্তরা সড়ক ২ বয়কটের ডাক দিয়ে এই ছবিতে ডিজলাইক সংখ্যায় ইউটিউবে নয়া রেকর্ড গড়ার ডাক দিয়েছেন।

তবে শুধু ডিজলাইকের বন্যা নয় এই ছবির শুরু থেকেই বিতর্ক শুরু হয়। ছবির প্রথম পোস্টারে কৈলাসের মানস সরোবরের ছবি থাকায় অভিযোগ ওঠে – হিন্দুত্ববাদী মানসিকতা উসকে দেওয়ার। যা নিয়ে মহেশ ভাট, মুকেশ ভাটদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আচার্য চন্দ্র কিশোর পারাশর নামে এক ব্যক্তি।