Sunday, December 14, 2025
দেশ

আইন করে গোটা দেশে বন্ধ হোক গো-হত্যা, মোদীর কাছে দক্ষিণা চাইলেন ভূমিপুজোর পুরোহিত

অযোধ্যা: রাম মন্দিরের ভূমিপুজো করা প্রধান পুরোহিত পণ্ডিত গঙ্গাধর পাঠক (Pandit Gangadhar Pathak) এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে পুজোর দক্ষিণা চাইলেন। তাঁর টাকা-পয়সা, ধন-দৌলতের কোনও আবদার নেই। তাহলে কি চাই তাঁর? মোদীর কাছে তাঁর দাবি, গোটা দেশে তিনি যেন গো-হত্যা নিষিদ্ধ করে দেন। প্রধানমন্ত্রীর এমন আইন প্রনয়ণই হবে তাঁর কাছে দক্ষিণার সমান।

পণ্ডিত গঙ্গাধর পাঠক বলেছেন, তিনি গোটা দেশের নাগরিকদের মুখপাত্র হয়ে এই দাবি করছেন। তাঁর মতে, দেশের সিংহভাগ নাগরিকই গো-হত্যা নিষিদ্ধের পক্ষে। পণ্ডিত গঙ্গাধর পাঠক দাবি করেছেন, নরেন্দ্র মোদী গণতন্ত্রের রক্ষা করার পাশাপাশি হিন্দু ধর্মের সেবাও করেছেন। একজন হিন্দু পুরোহিত হিসেবে তাই তিনি গর্বিত।

গঙ্গাধর পাঠক নিজে মুখে প্রধানমন্ত্রীর কাছে এই আবদার রাখেননি। ভূমিপুজোর সময় এই আবদার করলে পুজোর পরিবেশ যাতে নষ্ট না হয়, তাই পুজোর পর সংবাদমাধ্যমে নিজের দাবির কথা জানিয়েছেন তিনি। পণ্ডিত গঙ্গাধর পাঠক চাইছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) যেমন তাঁর রাজ্য উত্তরপ্রদেশে গো-হত্যার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, তেমনই প্রধানমন্ত্রীও যেন সারা দেশে সেরকমই কোনও আইন প্রনয়ণ করে এই গো-হত্যা বন্ধ করেন।

পাশাপাশি, রাম মন্দিরের ভূমিপুজোর প্রধান পুরোহিত হিসেবে তাঁকে নির্বাচিত করায় ভীষণ খুশি তিনি। গঙ্গাধর পাঠক বলেন, ৪ আগস্ট রাত ১০ টার সময় আমাকে জানানো হয় রাম মন্দিরের ভূমিপুজো তাঁকেই করতে হবে। এই সুযোগ পাওয়ায় নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছেন তিনি।