রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, ২ পাইলট-সহ মৃত ১৪ জন
কোঝিকোড়: গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি পড়ছে৷ যার ফলে বিমানবন্দরে বিমান ওঠানামাতে যথেষ্ট সমস্যা হচ্ছে৷ এবার শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গেল দুবাই ফেরত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান।
বিমানটিতে মোট ১৯১ জন ছিলেন৷ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে আগুন লাগেনি এবং যাত্রীদের মধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনা ঘটনাস্থলে এক পাইলটের মৃত্যু হয়েছে। বিমানটিতে ১০ শিশু-সহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এছাড়া ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্র ছিলেন।
পাইলট ও সহকারী পাইলট সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা সস্পর্কে আপডেট দিতে হেল্পলাইন চালু করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। হেল্পলাইন নম্বরগুলি হল– 056 546 3903, 0543090572 এবং 0543090572
ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে কেরলের মুখ্যমন্ত্রীকে বিজয়নকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোকে বিজয়ন জানিয়েছেন, কোঝিকোড় এবং মালাপ্পুরমের জেলাশাসক এবং রাজ্য পুলিশের আইজি অশোক যাদব ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চলছে।


