Sunday, December 14, 2025
FEATUREDদেশ

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদী

অযোধ্যা: রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নিতে ২৮ বছর পর এই প্রথমবার অযোধ্যায় পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হনুমানগড়ি মন্দিরে পুজো দিয়ে পারিজাত বৃক্ষ রোপন করেন নমো। তারপর সামাজিক দূরত্ব মেনে ভূমিপুজোয় অংশ নেন তিনি।

ভূমিপুজোয় মোদী ছাড়াও অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরআরএস প্রধান মোহন ভাগবৎ। রাম মন্দিরের ভূমিপুজোয় নিষ্ঠা সহকারে মন্ত্রোচ্চারণ করেন মোদী।

বেলা ১২ টা ৪৪ মিনিটে শেষ হয় রাম মন্দিরের ভূমিপুজো। এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই তৈরি হল ইতিহাস।

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নমোকে ‘মহাপুরুষ’ হিসেবে অভিহিত করলেন তিনি।