রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নিলেন মোদী, দেখুন লাইভ
অযোধ্যা: নির্ধারিত নিঘন্ট মেনে শুরু হল ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস।
করোনা পরিস্থিতিতে সবরকম সতর্কতা অবলম্বন করে শুরু হয়েছে ভূমিপুজো। গোটা অযোধ্যা শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। করোনা আবহে সামাজিক দূরত্ব মেনে আসন গ্রহণ করেছেন উমা ভারতী, রামদেব-সহ ১৭৫ জন অতিথি।
লাইভ দেখুন ভূমিপুজো:
श्रीराम जन्मभूमि मंदिर के भूमिपूजन एवं कार्यारम्भ की पावन बेला…#JaiShriRam https://t.co/AfEWPssxZR
— Yogi Adityanath (@myogiadityanath) August 5, 2020
এদিকে, ভূমিপুজোর আগে সম্প্রীতির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো।


