রাম জন্মভূমিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
অযোধ্যা: রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে অযোধ্যার রাম জন্মভূমিতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন ঘণ্টার সফর তাঁর। ভূমিপুজোর আগে হনুমানগঢ়ি মন্দিরে পুজো দেবেন তিনি।
হনুমানগঢ়ি মন্দিরে পুজো দেওয়ার পর রাম মন্দিরের ভূমি পুজো ও শিলান্যাস করবেন নমো। ভূমিপুজোর জন্য ৩২ সেকেন্ডের অভিজিৎ মুহূর্ত। দুপুর ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে শুরু করে ১২টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে।
উল্লেখ্য, ভগবান শ্রী রাম চন্দ্রের জন্ম দুপুর ১১টা ৩৬ মিনিট থেকে ১২টা ২৪ মিনিটের মধ্যে হয়েছিল। তাই ভূমিপুজোর জন্য সর্বশ্রেষ্ঠ সময় মাত্র ৩২ সেকেন্ড।
এদিন সকালে নির্ধারিত সময় মেনে ১০ টা ৩৫ মিনিটে লখনউয়ে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে চপারে করে রাম মন্দিরে পৌঁছন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ সুরক্ষা বলয়। সুরক্ষা বলয়ে থাকছেন ১৫০ জন পুলিশকর্মী। যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন। তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কার্যত নেই।


