Lord Ram statue in Goa : গোয়ায় বিশ্বের উচ্চতম রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোয়ার বিশ্বের সর্বোচ্চ রামমূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঐতিহাসিক শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠে ৭৭ ফুট উচ্চতার ব্রোঞ্জ নির্মিত মূর্তি উন্মোচন করেন মোদী। প্রখ্যাত ভাস্কর রাম সুতারের হাতে নির্মিত এই ভাস্কর্য ব্রোঞ্জ শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে।
বিকেল পৌনে ৪টে নাগাদ মঠে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর আগমনের জন্য মঠ প্রাঙ্গণের মধ্যেই তৈরি করা হয়েছিল একটি বিশেষ হেলিপ্যাড। উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপাদ নায়ক এবং গোয়া মন্ত্রিসভার সদস্যরা। পুরো অনুষ্ঠানে ছিল পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ ও সাংস্কৃতিক পরিবেশনা।
শিল্পী রাম সুতার এর আগে নির্মাণ করেছিলেন বিশ্বের সর্বোচ্চ প্রতিমা ‘স্ট্যাচু অফ ইউনিটি’—সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। নতুন রামমূর্তিকে ‘বিশ্বের উচ্চতম রামের মূর্তি’ বলে দাবি করেছে গোয়া সরকার। রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী দিগম্বর কামাত বলেছেন, “গোয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটনের মুকুটে এটি এক নয়া পালক।”
৫৫০ বছরের ঐতিহ্যবাহী শ্রী সংস্থান গোকর্ণ জীবোত্তম মঠের প্রাঙ্গণে তৈরি করা হয়েছে একটি রামায়ণ থিম পার্কও। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা জেলার শান্ত গ্রাম পরতাগলিতে কুশাবতী নদীর তীরে অবস্থিত এই মঠ দ্বৈত মতবাদে বিশ্বাসী গৌড় সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রথম আশ্রম হিসেবে সুপরিচিত। এটি একটি বৈষ্ণব প্রতিষ্ঠান এবং অঞ্চলের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র।
মঠ কর্তৃপক্ষের মতে, নতুন রামমূর্তি এবং থিম পার্ক গোয়ার আধ্যাত্মিক পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় বাসিন্দাদেরও আশা, এই উদ্যোগে উন্নত হবে এলাকার অর্থনীতি, বাড়বে কর্মসংস্থান।


