Sunday, December 21, 2025
কলকাতা

পাকিস্তানের সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ৪ পাক সেনা জওয়ান, আহত ১৫

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হানায় ফের রক্তাক্ত সেনা শিবির। শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানের একটি সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা চালায় নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এই ঘটনায় ৪ জন পাক সেনা নিহত হয়েছেন। পাশাপাশি এক মহিলা ও এক শিশু-সহ জখম হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা প্রথমে সেনা ক্যাম্পের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করে। এরপর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সজোরে সেনা ক্যাম্পের বাইরের দেওয়ালে ধাক্কা মারে। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে পাশের একটি মসজিদও। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু সাধারণ মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাক সেনা ও স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালায়।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, হামলার নেপথ্যে ছিল ৩ জন সশস্ত্র জঙ্গি। বিস্ফোরণের পর সেনা ও জঙ্গিদের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ হামলাকারীই নিহত হয়।

এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রক ইসলামাবাদে নিযুক্ত আফগান তালিবান সরকারের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি আফগান প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তান সরকার।

উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে বলে অভিযোগ ইসলামাবাদের। এই হামলার জেরে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে ফের টানাপোড়েন বাড়তে পারে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।