Bangladesh: ৩৮ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে উত্তরপ্রদেশ সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৩৮ জন বাংলাদেশি নাগরিককে। তাদের সাজার মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, তাদের পশ্চিমবঙ্গে আনা হয়েছে এবং আগামী ১৩ জানুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF) তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে।
জানা গেছে, ওই ৩৮ জন বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের আগ্রা শহরের সিকান্দ্রা এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ ভিসা বা পরিচয়পত্র না থাকায় এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে নির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ করার পর তারা জেল থেকে মুক্তি পান।
তবে আইন অনুযায়ী, সাজা শেষ হলেও অবৈধ বিদেশি নাগরিকদের সরাসরি মুক্ত করে দেওয়া হয় না। তাদের নির্দিষ্ট ট্রানজিট পয়েন্টে পাঠিয়ে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের তত্ত্বাবধানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই নিয়ম মেনেই এই ৩৮ জনকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সীমান্তবর্তী এলাকায় পৌঁছনোর পর বিএসএফ তাদের গ্রহণ করবে। এরপর প্রয়োজনীয় নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি ভারত ও বাংলাদেশের প্রশাসনিক ও কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানান, “এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। সাজা শেষ হওয়ার পর কেউ যাতে বেআইনিভাবে দেশে থেকে না যান, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তাঁর কথায়, বিএসএফ এবং বিদেশি নাগরিক সংক্রান্ত দফতরের মধ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সম্পন্ন হয়েছে।


