মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উৎসবের মরশুমে অনুপ্রবেশ রুখতে সতর্ক সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাকড়াও করলো বিএসএফ ও মুর্শিদাবাদ পুলিশ। শুক্রবার মুর্শিদাবাদে পৃথক অভিযানে পাকড়াও মোট ৩ বাংলাদেশি নাগরিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর পুলিশ জেলার সুতির এলাকা থেকে গ্রেফতার হয় মহম্মদ বাবু নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার শ্রীরামপুর গ্রামে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী শাহেদুল শেখকে বাবা হিসেবে দেখিয়ে আধার ও ভোটার কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিল বাবু। মাঝে মধ্যেই বাংলাদেশে যাতায়াতও করত সে। বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পেরোনোর সময় বিএসএফ জওয়ানরা তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন।
অন্যদিকে, মুর্শিদাবাদ পুলিশ জেলার রানিতলা থানার এলাকায় ধরা পড়ে ২ বাংলাদেশি পাচারকারী। বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে চোরাপাচারের সময় হাতেনাতে ধরা পড়ে মহম্মদ কাউসার আলি ও মহম্মদ শাহাবুল ইসলাম। দু’জনের বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলার বেরাপাড়া গ্রামে। তাদেরও পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
ধৃত ৩ অভিযুক্তকেই এদিন আদালতে তোলা হয়।